Sunday, February 26, 2017

প্রান পাখিটা উড়াল দিলো

আকাশ যখন কালো হলো
প্রান পাখিটা উড়াল দিলো

সোনার খাঁচা শূন্য হলো পায় কোথা তারে বলো।।

এ খাঁচাটার মূল্য শুধু ঐ পাখিটি ছিল
 সোনার খাঁচা শূন্য হলো পায় কোথা তারে বলো।।

এই খাঁচাটার মেয়াদ কদিন কেউতো জানে না
পাখি ছাড়া এই খাঁচাকে কেইতো রাখে না।।


উরে গেলে পরান পাখি ঘিরে ফেলে ঘোর কালো
এ খাঁচাটার মূল্য শুধু ঐ পাখিটি ছিল

সোনার খাঁচা শূন্য হলো পায় কোথা তারে বলো।।

রেখেছিলাম বুকের ভিতর কত যতন করে
সেই না পাখি ফাকি দিয়ে গেলো অচিনপুরে।।

সেই পাখিটা বড় নিঠুর ভূলে গেলো দিন গুলো
এ খাঁচাটার মূল্য শুধু ঐ পাখিটি ছিল

সোনার খাঁচা শূন্য হলো পায় কোথা তারে বলো।।।

No comments:

Post a Comment

Thanks for your feedback