Saturday, January 28, 2017

জানি না কত সুন্দর তুমি আল্লাহ্‌



দুনিয়া সুন্দর মানুষ সুন্দর
আসমান সুন্দর জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানি না কত সুন্দর তুমি আল্লাহ্‌।।

ঝর্ণা ছুটে চলে এঁকে বেঁকে
পৃথিবীর পটে কত ছবি এঁকে।।
নদীর ও কলতানে সাগরের গর্জনে
ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা
জানি না কত সুন্দর তুমি আল্লাহ্‌

দুনিয়া সুন্দর মানুষ সুন্দর
আসমান সুন্দর জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানি না কত সুন্দর তুমি আল্লাহ্‌

বাগানে ফুটে ফুল রাশি রাশি
রাতেরই তাঁরা ভরা চাঁদের হাসি।।
গুন গুন গানে ডেকে
মৌমাছি মধু চাকে
ফুলে ফুলে করে হল্লা
জানি না কত সুন্দর তুমি আল্লাহ্‌।।


দুনিয়া সুন্দর মানুষ সুন্দর
আসমান সুন্দর জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানি না কত সুন্দর তুমি আল্লাহ্‌

দখিনা বাতাস গায়ে পরশ বুলে
তার টানে পাল তোলে নৌকা চলে।।
তোমারই নামে মনে
ভাটিয়ালি সুরের তানে।।
দাঁড় টেনে যায় মাঝি মাল্লা
জানি না কত সুন্দর তুমি আল্লাহ্‌

দুনিয়া সুন্দর মানুষ সুন্দর
আসমান সুন্দর জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানি না কত সুন্দর তুমি আল্লাহ্‌

মনে বড় আশা ছিল যাব মদিনায়...


মনে বড় আশা ছিল যাব মদিনায়।।
সালাম আমি করব গিয়ে নবীর রওজায়
মনে বড় আশা ছিল যাব মদিনায়।।

আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরী
পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি।।
আশায় আছে সম্বল ও নাই করি কী উপায়
মনে বড় আশা ছিল যাব মদিনায়।।


কাফেলাতে কে যাও তুমি কি যাও বাইয়া তরী
আমায় যাও না ও ভাই সঙ্গে লইয়া খানিক কৃপা করি ।।
আমায় যদি সঙ্গে না নাও নবীর মদিনায়
আমার সালাম দিও ভাই রে মদিনার বাদশায়।।

আমার হইয়া কাঁদিয়ো ভাই রে নবীরও রওজায়
মনে বড় আশা ছিল যাব মদিনায়।

মনে বড় আশা ছিল যাব মদিনায়।
সালাম আমি করব গিয়ে নবীর রওজায়
মনে বড় আশা ছিল যাব মদিনায়।।

হায় রে জীবন


হায় রে জীবন......
মৃত্যুই শেষ ঠিকানা
পৃথিবীর সব রে মুছে দেবে
তখন আর কেউ সাথী থাকবে না

আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি।।
থেকো প্রভূ জীবনে
হয়ে চির সাথী।।

জীবন নদীর দু'কূল জুড়ে
হাসলে অমানিশা
থাকবেনা আর দু'চোখ হায়
একটু আলোর দিশা ।।

সেদিন আমার ।।
সেদিন আমার আঁধার গোরে
তুমি থেকো বাতি
আসবে গহীন রাতি

আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি।।
থেকো প্রভূ জীবনে
হয়ে চির সাথী।।

আমার আমার বলে যখন
কাউকে পাব না
সে দিন আমার শূন্য হিয়ায়
তুমি থেকো শান্তনা ।।

আঁখির আলো নিভবে যেদিন
মনে আলো দিয়ে
আসবেনা কেউ অন্ধ চোখে
একটু আলো নিয়ে।।

সে দিন আমার ।।
সে দিন আমার অন্ধ চোখে
তুমি আলোর জ্যোতি
আসবে গহীন রাতি।

আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি
থেকো প্রভূ জীবনে
হয়ে চির সাথী।

আমার আমার বলে যখন
কাউকে পাব না
সে দিন আমার শূন্য হিয়ায়
তুমি থেকো শান্তনা

আঁখির আলো নিভবে যেদিন
মনে আলো দিয়ে
আসবেনা কেউ ঘোর আঁধারে
একটু আলো নিয়ে

সে দিন আমার ।।
সে দিন আমার অন্ধ চোখে
তুমি আলোর জ্যোতি
আসবে গহীন রাতি

আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি
থেকো প্রভূ জীবনে
হয়ে চির সাথী।

হুম ............হুম