Sunday, February 26, 2017

প্রান পাখিটা উড়াল দিলো

আকাশ যখন কালো হলো
প্রান পাখিটা উড়াল দিলো

সোনার খাঁচা শূন্য হলো পায় কোথা তারে বলো।।

এ খাঁচাটার মূল্য শুধু ঐ পাখিটি ছিল
 সোনার খাঁচা শূন্য হলো পায় কোথা তারে বলো।।

এই খাঁচাটার মেয়াদ কদিন কেউতো জানে না
পাখি ছাড়া এই খাঁচাকে কেইতো রাখে না।।


উরে গেলে পরান পাখি ঘিরে ফেলে ঘোর কালো
এ খাঁচাটার মূল্য শুধু ঐ পাখিটি ছিল

সোনার খাঁচা শূন্য হলো পায় কোথা তারে বলো।।

রেখেছিলাম বুকের ভিতর কত যতন করে
সেই না পাখি ফাকি দিয়ে গেলো অচিনপুরে।।

সেই পাখিটা বড় নিঠুর ভূলে গেলো দিন গুলো
এ খাঁচাটার মূল্য শুধু ঐ পাখিটি ছিল

সোনার খাঁচা শূন্য হলো পায় কোথা তারে বলো।।।

Wednesday, February 8, 2017

জীবন চলার পথে প্রভুর নামটি স্মরণ রেখ।।

জীবন চলার পথে প্রভুর নামটি স্মরণ রেখ
মিথ্যে মোহ মায়ায় তারে ভুলে যেও নাকো

তিনি তোমার সৃষ্টিকারী পালনকারীও
বিধানদাতা আর কেহ নাই তারেই জানিও।।

দিবানিশি বারে বারে নাম ধরে তারে ডেকো
মিথ্যে মোহ মায়ায় তারে ভুলে যেও নাকো

 তিনি চির আপন তোমার সহায়কারীও
সুখে কিবা দুঃখের দিনে তারেই সরিও।।

রাত্রি জেগে প্রেম কবিতা তার নামেতেই লিখ
মিথ্যে মোহ মায়ায় তারে ভুলে যেও নাকো

জীবন চলার পথে প্রভুর নামটি স্মরণ রেখ
মিথ্যে মোহ মায়ায় তারে ভুলে যেও নাকো।।